Naya Diganta

মিয়ানমারের বাগোতে আগুনে ৪৫০টি দোকান ও নয়টি বাড়ি পুড়ে ছাই

মিয়ানমারের বাগো অঞ্চলের কিয়াউকতাগা শহরতলীর পৌরসভার বাজারে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ায় অনেক দোকান ও বাড়িঘর পুড়ে গেছে।

বুধবার বাগো অঞ্চলের ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেছেন, ‘স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এতে বাজারের প্রায় ৫০০টি দোকানের মধ্যে ৪৫০টি এবং আশপাশের নয়টি বাড়ি আগুনে পুড়ে গেছে।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘আগুন নেভাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। ধারণা করা হচ্ছে, সেখানের একটি সেলুন দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগুনে অনেক মুদি, পোশাক ও খাদ্য সামগ্রীর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটিতে আগুনের ঘটনায় কর্তৃপক্ষ সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।’

সূত্র : বাসস/সিনহুয়া