Naya Diganta

শাইনপুকুর ও গাজী টায়ার্সের জয়

শাইনপুকুর ও গাজী টায়ার্সের জয়

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুর ৯২ রানে হারিয়েছে সিটি ক্লাবকে।

দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭১ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় সুপার সিক্সের দৌড়ে থাকা শাইনপুকুর। ব্যাটারদের ব্যর্থতায় ৩৮ দশমিক ৩ ওভারে ১৭৬ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন খালিদ হাসান। সিটি ক্লাবের ইরফান হোসেন ২৬ রানে ৪ উইকেট নেন।

১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে শাইনপুকুরের বোলারদের তোপে পড়ে ২০ ওভারে ৮৪ রানে অলআউট হয় সিটি ক্লাব। দলের পক্ষে সাদিকুর রহমান সর্বোচ্চ ৩০ রান করেন। শাইনপুকুরের মুকিদুল ইসলাম ২২ রানে ৪টি ও নাইম আহমেদ ১৯ রানে ৩ উইকেট নেন।

অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করে গাজী টায়ার্স। ৩টি চার এবং ৭টি ছক্কায় ৪৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার মহব্বত হোসেন রোমান।

জবাবে ৩৮ দশমিক ২ ওভারে ১৬৬ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। গাজীর টায়ার্সের হয়ে মারুফ মৃধা ও শামীম মিয়া ৩টি করে উইকেট নেন।

দিনের অন্য ম্যাচে বিকেএসপি চার নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

এদিকে শনিবার সপ্তম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

৭ ম্যাচের সবগুলোতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। ৭ ম্যাচে ৬ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে মোহামেডান। সূত্র : বাসস