Naya Diganta

মাহে রমজানের শিক্ষার আলোয় জীবন হবে আলোকিত : বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, ‘মাহে রমজানের এক মাসের প্রশিক্ষণের শিক্ষার আলোকে বাকি ১১ মাস জীবনযাপন করতে পারলে জীবন হবে আলোকিত এবং পরিবার, সমাজ ও দেশমুক্ত হবে দুর্নীতি, অসহিষ্ণুতা, প্রতারণা, হানাহানি, অশ্লীলতা ও বেহায়াপনার মতো মানবসভ্যতার দুশমনের করাল গ্রাসমুক্ত।’

শুক্রবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরায় বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমি (বিসিএ) আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিসিএ’র সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্য-সংস্কৃতি সেবী আব্দুর রহমান মুসা, কর্নেল অব. আব্দুল হক, কবি আসাদ বিন হাফিজ, বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, গীতিকার ওস্তাদ তোফাজ্জল হোসেন খান, ড. মীর মঞ্জুর মাহমুদ।

এ সময় আরো যাদের প্রাণবন্ত উপস্থিতি মাহফিলের দীপ্তি বাড়িয়েছে তারা হলেন কণ্ঠশিল্পী যথাক্রমে আকরাম মুজাহিদ, মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিন্সিপাল সালাউদ্দিন ভূঁইয়া ও সাংবাদিক ও টিভি অনুষ্ঠান উপস্থাপক আহসান হাবিব খান।

প্রেস বিজ্ঞপ্তি