Naya Diganta

শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে মামলা করেছে কানাডার স্কুলে শিক্ষা কার্যক্রম তদারককারী চারটি গুরুত্বপূর্ণ বোর্ড। তাদের অভিযোগ, এসব মাধ্যমে আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। সেজন্য তারা ক্ষতিপূরণ বাবদ ২৯০ কোটি ডলার দাবি করেছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্কুলবোর্ডগুলোর অভিযোগ, এই মাধ্যমগুলো শিশুদের চিন্তাভাবনা, আচার-আচরাণ ও শেখার ধরনকেই পাল্টে দিচ্ছে। এসব মাধ্যম তাদের মানসিক বিকাশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, অভিযোগ দেয়া চার বোর্ড হলো টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ও অটোয়া-কার্লটন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড। তারা প্রত্যেকেই আলাদাভাবে অভিযোগ দেয়।

সূত্র : এপি