Naya Diganta

এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা

এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা

আইপিএল মানেই লড়াই কমলা এবং বেগুনি টুপির। অর্থাৎ কোন কোন ক্রিকেটার প্রতিযোগিতায় সব থেকে বেশি রান করবেন এবং উইকেট নেবেন। এ পর্যন্ত দু’টি করে ম্যাচ হয়েছে। এখনো অনেক ম্যাচ বাকি। তাই এখন যিনি এক নম্বরে রয়েছেন, তিনিই শীর্ষে থাকবেন এমনটা নয়। দেখে নেয়া যাক কার কার মধ্যে লড়াই চলবে।

সব থেকে বেশি রান করলে পাওয়া যায় কমলা রঙের টুপি। এখন এই টুপির মালিক হেনরিখ ক্লাসেন। দু’ম্যাচে ১৪৩ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ান পরাগ। দু’ম্যাচে তিনি করেছেন ১২৭ রান। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি দু’ম্যাচে ৯৮ রান।

শুক্রবার ম্যাচ রয়েছে বিরাটের। তিনি টপকে যেতে পারেন ক্লাসেনকে। তার জন্য অন্তত ৪৬ রান করতে হবে বিরাটকে। শুক্রবার সেই রান করতে পারলেই বিরাটের মাথায় উঠবে কমলা টুপি। যদিও আগের দিন তিনি বলেছিলেন যে, এই টুপি পাওয়ার লোভ নেই তার। দলকে জেতাতে চান তিনি।

বেগুনি টুপির লড়াইয়ে রয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ছয়টি উইকেট নিয়েছেন তিনি। হারপ্রীত ব্রার দুই ম্যাচে তিন উইকেট নিয়েছেন। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। যশপ্রীত বুমরা রয়েছেন তৃতীয় স্থানে। তিনিও নিয়েছেন তিন উইকেট।

এই মুহূর্তে বেগুনি টুপির মালিক মোস্তাফিজুর। এক ম্যাচে চার উইকেট নেন তিনি। এখনো পর্যন্ত তিন উইকেট নিয়ে লড়াইয়ে আছেন যুজবেন্দ্র চহাল, কাগিসো রাবাদা, কুলদীপ যাদবের মতো স্পিনারেরা।