Naya Diganta

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় আব্দুল খালেক নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ ও কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর নগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল খালেক ঢাকা জেলার সাভার থানার ইছরকান্দি গ্রামের শামসুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে গাছা থানা পুলিশ জানায়, আব্দুল খালেক নিজের মোটরসাইকেল চালিয়ে সাইনবোর্ড এলাকায় ফ্লাইওভারে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা রাত সাড়ে ৯টায় ঘাতক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। গাছা থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম জানান, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।