Naya Diganta

ধনবাড়ীতে বেগুন দুই টাকা কেজি

দাম কমে গেছে বেগুনের। গত কয়েকদিন আগেও ৬০-৮০ টাকা কেজি ছিল তা এখন পাইকারি বিক্রি হচ্ছে দুই টাকা কেজি দরে।
খুচরা বিক্রি হচ্ছে ৮-১০ টাকা কেজি। বৃহস্পতিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাজিতপুর পাগলাবাড়ী মোড়, কদমতলী, রাজারহাটসহ বেশ কয়েকটি গ্রামীণ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, প্রতি বছর রমজান মাসে বেগুনসহ অন্যান্য সবজির দাম আকাশচুম্বী থাকে, রমজানে ইফতারিতে বেগুনির ব্যাপক চাহিদা থাকে তাই রমজানে বেশি মুনাফার আশায় চাষিরা বেগুন চাষে ঝুঁকে পড়েন। এ বছর ঘটেছে বিপত্তি। প্রথম রমজানে পাইকারি বাজারে বেগুন ৬০ টাকা কেজি বিক্রি হলেও আট-দশ রমজান থেকে দরপতন ঘটেছে। বেগুন এখন পাইকারি বিক্রি হচ্ছে দুই টাকা কেজি। বেগুন নিয়ে বিপাকে চাষিরা। ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করাতে শ্রমিকের খরচ না উঠায় কেউ কেউ ক্ষেত থেকে বেগুন ছিঁড়ছেন না।
চাষিরা জানান, এ বছর উৎপাদন বেশ ভালো। তবে বাজারে চাহিদা নেই, চাহিদা কম থাকায় দাম কম। তাই প্রতি কেজি ছোট বেগুন দুই টাকা কেজি ও বড় বেগুন ছয় টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।