Naya Diganta

কুরআন পোড়ানো শরণার্থীদের সুইডেনে বসবাসের অনুমতি বাতিল

সুইডেনে এক ইরাকি শরণার্থী গত বছর বারবার কুরআনের অবমাননা করে আন্তর্জাতিক ক্ষোভের সৃষ্টি করেছিলেন। তিনি জানিয়েছেন, সুইডেন তার বসবাসের অনুমতি প্রত্যাহার করার পর তিনি প্রতিবেশী নরওয়েতে চলে যাচ্ছেন। বুধবার তিনি এ কথা জানান।
সালওয়ান মোমিকা একজন খ্রিষ্টান ইরাকি। তিনি গ্রীষ্মে সুইডেনে বেশ কয়েকটি বিক্ষোভে কুরআন পুড়িয়েছিলেন। মোমিকা এক বার্তায় বলেন, সরকারি প্রতিষ্ঠানের দ্বারা আমি যে নিপীড়নের শিকার হয়েছি, তার কারণে আমি সুইডেন ছেড়েছি।
মোমিকার কুরআন পোড়ানো মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। ইরাকি বিক্ষোভকারীরা জুলাই মাসে বাগদাদে সুইডিশ দূতাবাসে দু’বার হামলা চালায়। দ্বিতীয়বার কম্পাউন্ডের মধ্যে আগুন দেয়। সুইডিশ সরকার কুরআন অবমাননার নিন্দা করেছে। কিন্তু বাক ও সমাবেশের স্বাধীনতা-সংক্রান্ত দেশের আইনের ওপর জোর দিয়েছে। সুইডিশ মাইগ্রেশন অ্যাজেন্সি অক্টোবরে মোমিকার রেসিডেন্সি পারমিট প্রত্যাহার করে। এ সময় তাকে যে অস্থায়ী অনুমতি দেয়া হয়েছিল সেটির আবেদনে মিথ্যা তথ্য রয়েছে উল্লেখ করা হয়।