Naya Diganta
তাহমিদ হাসান

ফিরে এসো ইতিহাস

তাহমিদ হাসান

আসাদ ফিরে এসেছে,
গতকাল তাকে দেখেছি নয়া পল্টনে;
কিন্তু সময়কে অবাক করে
সে রয়ে গেছে আগের মতোই
টগবগে যুবক।
চিরাচরিত অভ্যাস অনুযায়ী
বুকের বোতাম খোলা ছিল;
শ্রাবণ-পূর্ণিমার মতো
জামার ফাঁকে উঁকি দিচ্ছিল
বাংলাদেশের মতো তার বিশাল হৃদয়।

ফিরেছে নূর হোসেন,
উদোম দেহের উদ্দীপ্ত যুবক।
তার মুষ্টিবদ্ধ হাত
ছুঁয়ে দিতে চায় আকাশের নীল।
ঢাকার রাজপথে এখন
শোনা যায় তার প্রকম্পিত পদধ্বনি।

অথচ আমাদের দিনগুলো
যেন আজ রাতের মতন অন্ধকার
ডাকিনী ডেলাইলার হাসিতে
ঝরে পড়ে পৃথিবীর পৌরাণিক পাপ;
এবং তাহার ছলনার জালে
বন্দী সময়ের সাহসী স্যামসন;
আর বিষবৃক্ষের বিষাক্ত ঝরা পাতায়
রুদ্ধ আমাদের প্রগতির পথ;
তাই কবিতার খাতায় জমেছে যুগের যন্ত্রণা।
অতএব ফিরে এসো ইতিহাস,
পথে পথে প্রস্তুত তোমার মঞ্চ;
একটা দিয়াশলাই কাঠি দিয়ে জ্বেলে দাও
দুরন্ত দাবানল!