Naya Diganta

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের

ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।

আন্দোলনকারীরা বলেন, ‘ঈদের পর বিষয়গুলো সমাধান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তার আশ্বাসে আমরা এক মাস আন্দোলন বন্ধ রাখবো।’

এর আগে দুপুর আড়াইটায় ভাতা বৃদ্ধির বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বৈঠক করেন। বৈঠকে চিকিৎসকদের পক্ষ থেকে মোট ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।