Naya Diganta

লেবানন সীমান্তে ইসরাইল-হিজবুল্লাহ সঙ্ঘাতে নিহত ১৭

লেবানন সীমান্তে ইসরাইল-হিজবুল্লাহ সঙ্ঘাতে নিহত ১৭

ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরাইলি সামরিক বাহিনী ও হিজবুল্লার লড়াইয়ে উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে।

বুধবার রাতে দক্ষিণ লেবাননের গ্রামে হামলা করে ইসরাইল। এরপর ইসরাইল সীমান্তের শহরে একের পর এত রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে নিহত হয় একজন। এছাড়া ইসরাইলের হামলায় লেবাননে নিহত হয়েছে ১৬ জন। এই সঙ্ঘাত আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

বুধবার সন্ধ্যায় ইসরাইল লেবাননের আরো দু’টি গ্রামে বোমা-হামলা করে এবং তাতে নয়জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ইসরাইলের দাবি
ইসরাইল দাবি করেছে, তারা লেবাননের উগ্রবাদীদের মোকাবিলা করছে। সামরিক বাহিনীর দাবি, তারা উগ্রবাদীদের লক্ষ্য করে আক্রমণ করেছে, তাতে একজন প্রধান উগ্রবাদী নিহত হয়েছেন।

সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ‘উগ্রবাদী গোষ্ঠী আল-জামাত আল-ইসলামিয়া গোষ্ঠীর একজন প্রধানকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল। ওই উগ্রবাদী ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের পেছনে ছিলেন। সেই উগ্রবাদী ও তার কিছু সঙ্গী মারা গেছে।’
সূত্র : ডয়চে ভেলে