Naya Diganta

হাদিসের কথা

জোহরের সালাত গরম কমলে পড়া
কুতায়বা ইবনে সাঈদ রহ: ... আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘গরম প্রচণ্ড হলে সালাত বিলম্ব করে আদায় করো। কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের ভাপ।’ (ইবনে মাজাহ : ৬৭৭-৬৭৮, বুখারি-৫৩৬, মুসলিম ইসলামিক সেন্টার-১২৮২)