Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন একটি মেয়েকে ভালোবাসতাম। মেয়েটিও আমাকে ভালোবাসত। এক কথায়, হারাম রিলেশন ছিল আমাদের, যা-ই হোক আমরা দু’জন দু’জনকে শুধু একদিন জড়িয়ে ধরেছিলাম, সেই দিনটির কথা মনে হলে আমার বিবেকে এখনো নাড়া দেয়। আল্লøাহর কাছে আমি এখনো মাফ চাই ওই দিনটির কথা ভেবে। আমি এখন কলেজে পড়ি, আর মেয়েটির বিয়ে হয়েছে অন্য একটি ছেলের সাথে। তাদের একটি ছেলে সন্তানও আছে। এখন কথা হলো, শরিয়তে একটি মেয়েকে জড়িয়ে ধরার শাস্তি কী আর আল্লøাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা পাবো কি? আমি কিভাবে আল্লøাহর কাছে ক্ষমা চাইব? দয়া করে উওরটা জানাবেন।
উত্তর : জি, আপনি ক্ষমা চাইলে আল্লøাহ অবশ্যই ক্ষমা করে দেবেন। অতীত পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ভবিষ্যতে ওই পাপে না জড়ানোর দৃঢ় ইচ্ছা নিয়ে আল্লøাহ তায়ালার কাছে ক্ষমা চাইবেন। আর এ নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই।
ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট