Naya Diganta
ইসরাইলের আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা

‘হাসপাতাল থেকে স্কুল, বাড়িঘর থেকে চাষযোগ্য জমি’

ইসরাইলের আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা
ইসরাইলের আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা

ইসরাইলের আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। হাসপাতাল থেকে স্কুল, বাড়িঘর থেকে চাষযোগ্য জমি কোনো কিছুই রক্ষা পায়নি বলে জানিয়েছেন জাতিসঙ্ঘের জেনোসাইড কনভেনশন বিশেষজ্ঞ।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসঙ্ঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলে বলেছেন, অক্টোবর থেকে ইসরাইল তার বিরামহীন হামলার মাধ্যমে গাজাকে ধ্বংস করেছে।

মঙ্গলবার আলবানিজ বলেছেন, ‘যেভাবে গাজায় বেসামরিক মানুষ মারা হচ্ছে, এ সংখ্যা খুবই ভীতিকর। যারা বেঁচে আছে তাদেরও অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। গাজায় জীবন টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় প্রতিটি দিককে নিয়মতান্ত্রিকভাবে ধ্বংস করছে ইসরাইলি বাহিনী।’

তিনি বলেন, ‘হাসপাতাল থেকে স্কুল, বাড়িঘর থেকে চাষযোগ্য জমি একে একে সব ধ্বংস করছে তারা। এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে গর্ভবতী এবং অল্প বয়স্ক মায়েদের ও লাখ লাখ শিশুর।

আলবানিজ কাউন্সিলের কাছে একটি প্রতিবেদনে বলেছিলেন যে- ইসরাইলের পদক্ষেপগুলোকে কেবল ‘ফিলিস্তিনিদেরকে পদ্ধতিগতভাবে ধ্বংস করার অভিপ্রায়ের প্রাথমিক প্রমাণ’ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে।

এদিকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ চলমান এ হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরো ৮১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৯৩ জন।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৪ হাজার ৭৮৭ জন আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা