Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : টাকার পরিমাণ হিসেবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে? মোটর সাইকেল, জমি, বাড়ি- এগুলো কি জাকাতের আওতায় পড়বে? যেই টাকা আমার কাছে থাকবে সেটি কি এক বছর থাকা লাগবে? মানে এর আগে নিসাবের টাকা কমে গেলে কি জাকাত দিতে হবে না?
উত্তর : মোটর সাইকেল, জমি, বাড়ি-এগুলো জাকাতের আওতায় পড়বে না। সাড়ে সাত ভরি সোনা কিংবা সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য সমপরিমাণ টাকা মালিকানায় আসার এক বছর পর জাকাত আদায় ফরজ হবে। সোনা-রুপার মূল্যের তারতম্যের কারণে টাকা কমবেশি হয়। ২. জি, নিসাব পরিমাণ টাকা এক বছর থাকা লাগবে, এক বছরের আগে কমে গেলে জাকাত আদায় করতে হবে না। তবে বছরের মধ্যে যদি কমে যায়, আবার বছর শেষে পূর্ণ হয়ে যায় তাহলে জাকাত আদায় করতে হবে।
-ফতোয়া বিভাগ, আস-স্ন্নুাহ ট্রাস্ট