Naya Diganta

বঙ্গবন্ধু সৈনিক লীগ বিভক্তি করার অধিকার কারো নেই : ডক্টর আবদুস সোবহান গোলাপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গড়ে উঠা জাতীয় সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগকে বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদন ডক্টর আবদুস সোবহান গোলাপ। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডক্টর সোবহান আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের বুকে লালন করতে পারলে সংগঠনে বিভক্তি থাকবে না। সব নেতা কর্মীকে বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতি অন্বেষণ করতে হবে।
গতকাল রাজধানীর খামার বাড়ি মিল্কী অডিটরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি আলহাজ মো: হারুন-উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তালুকদার সারোয়ার আলম, অ্যাড. এফ এম জাকির হোসেন, জি এইচ এম কাজল, যুগ্ম সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, মো: সোহেল রানা, আবুল কালাম আজাদ, মো: মজিবুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ হারুন-উর রশীদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাটি ও মানুষের অধিকার আদায় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বিজ্ঞপ্তি।