Naya Diganta

সন্ত্রাসবাদ থেকে কোনো দেশই সুরক্ষিত নয় : রাশিয়া

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, সন্ত্রাসবাদ থেকে বিশ্বের কোনো দেশই সুরক্ষিত নয়।

গত শুক্রবার মস্কোর উপকণ্ঠে কনসার্ট হলে হামলা ঠেকাতে না পারাটা রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিম প্রান্তে কনসার্ট হলে হামলা চালায় উগ্রবাদীরা। ছয় হাজারের বেশি মানুষের উপস্থিতিতে ওই হলে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে তারা। একপর্যায়ে হলটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এতে এখন পর্যন্ত অন্তত ১৩৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন।

শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ হামলার জন্য দায়ী সবাইকে শাস্তি দেয়া হবে।

এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তাদের মধ্যে চারজন ইউক্রেনের দিকে যাচ্ছিলেন।

সূত্র : রয়টার্স ও গার্ডিয়ান