Naya Diganta

শ্রীলঙ্কার জয়ের অপেক্ষা বাড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

কাগজে-কলমে এখনো সম্ভাবনা থাকলেও সিলেট টেস্টে হার নিশ্চিত বাংলাদেশের। ৫১১ রান তাড়া করতে নেমে ৪৭ রানেই ৫ উইকেট হারানোর পর জয়ের আশা করাটা নিছকই স্বপ্ন ছাড়া আর কিছু নয়! এমনটা জেনেই চতুর্থ দিনে মাঠে নেমেছিল বাংলাদেশ।

দলের অবস্থা বলছিল, হয়তো প্রথম সেশনেই গুটিয়ে যাবে স্বাগতিকেরা। সকাল সকাল তাইজুল ইসলামকে হারানোর পর আরো গভীর হয় সেই আশঙ্কা। ৫১ রানে ৬ উইকেট হারানো দল আর কিইবা করতে পারে!

তবে মুমিনুল হক আর মেহেদী মিরাজ জুটি প্রথম সেশনটা নিজেদের করেই রেখেছে। শেষ দিকে এসে মিরাজ আউট হলেও এখনো বাঁচিয়ে রেখেছে কাগজে-কলমের সম্ভাবনা। বড় হচ্ছে, লঙ্কানদের জয়ের অপেক্ষা।

মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৩৮ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনো চাই ৩৮২ রান। হাতে মাত্র ৩ উইকেট। যেখানে স্বীকৃত ব্যাটার বলতে কেবল মুমিনুল হক। ফিফটির অপেক্ষায় ৪৬ রানে ব্যাট করছেন তিনি।

এর আগে সোমবার দিনের শুরুতে তাইজুল ফেরেন ৬ রানে। চতুর্থ দিনে এসে কোনো রান যোগ করতে পারেননি তিনি। তবে সপ্তম উইকেট জুটিতে ১০৫ বলে ৬৬ রান যোগ করেন মেহেদী মিরাজ ও মুমিনুল হক মিলে। মিরাজ আউট হন ৩৩ করে।