Naya Diganta

উত্তরপ্রদেশে মাদরাসা শিক্ষা নিষিদ্ধ করল ভারত

উত্তরপ্রদেশে মাদরাসা শিক্ষা নিষিদ্ধ করে রায় দিয়েছে ভারতের একটি আদালত। শুক্রবার রাজ্যের এলাহাবাদ হাইকোর্ট মাদরাসা শিক্ষার বিরুদ্ধে এই আদেশ জারি করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতীয় নির্বাচনের এক মাস আগে ভারতের একটি আদালত দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ করে আদেশ জারি করেছে। শুক্রবার রাজ্যের এলাহাবাদ হাইকোর্ট মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে এই আদেশ জারি করেছে। এই রায়ের ফলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন হিন্দু-জাতীয়বাদী সরকারের সাথে দেশটির মুসলিমদের দূরত্ব তৈরি হতে পারে।

উত্তরপ্রদেশে মাদ্রাসা পরিচালনা করা নিয়ে পাস করা ২০০৪ সালের একটি আইন শুক্রবার বাতিল করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থি। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রচলিত স্কুল ব্যবস্থায় ফেরার নির্দেশ দিয়েছে আদালত।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া