Naya Diganta

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতাদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আওয়ামী অপশাসনের কারণে আজ দেশের মানুষ ঠিকমতো মাহে রমজানও পালন করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পবিত্র রমজান মাস তাকওয়া অর্জনের পাশাপাশি দুঃশাসন ও ইসলামবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার মাস। এ অবস্থায় সঙ্কট মোকাবেলায় সম্মিলিত গণ-আন্দোলন সময়ের দাবি।
ছাত্রশিবিরের উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তৃতা করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমাদ চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, ছাত্র ফোরামের (মন্টু) কেন্দ্রীয় সভাপতি সানজিদ রহমান শুভ, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক মোশাররফ হোসেন, মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নুরে আলম ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, গণতান্ত্রিক ছাত্রদলের সেক্রেটারি কাজী কামরুল হাসান, বাংলাদেশ ছাত্রমিশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আরিফ সৈকত প্রমুখ। বিজ্ঞপ্তি।