Naya Diganta

ব্রাদার্সে কিংসলে

দলের খেলোয়াড়রা যখন অনুশীলন শেষে কোচের ব্রিফ শুনছিলেন তখন সাধারণ পোশাকে পাশেই এলিটা কিংসলে। দৃশ্যটি গতকাল কমলাপুর স্টেডিয়ামে। বাংলাদেশী নাগরিকত্ব নেয়া এই নাইজেরিয়ান যে বিপিএলের ফিরতি পর্বে ব্্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে তুলবেন এতেই তা স্পষ্ট। পরে তা নিশ্চিত করলেন দলের গাম্বিয়ান কোচ ওমর সিসে এবং সহকারী কোচ আজমল হোসেন বিদ্যুৎ। এরপর কিংসলে জানান, ‘আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ব্রাদার্সকে সার্ভিস দিতে। দলে আরো বিদেশীরা আছেন।’
এবিজি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানীতে ব্রাদার্স। জয়হীন থেকে ৫ পয়েন্টে সবার নিচে অবস্থান। এই পরিস্থিতিতে গোপীবাগের দলটির টিকে থাকাটা বেশ কঠিন। তবে কোচ সিসে বেশ আশাবাদী। ‘ না না কোনো চিন্তা নেই। ব্রাদার্স প্রিমিয়ারেই খেলবে। গাম্বিয়া থেকে চারজন ফুটবলার এনেছি। এদের দুইজন স্ট্রাইকার। একজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার। আগের সব বিদেশী বাদ।’ বিদ্যুৎ তথ্য দেন, দলের সাথে এলিটা যোগ দেয়ার আক্রমণভাগ শক্তিশালী হয়েছে। এক উজবেক ফুটবলারও আছে দলে।’
গত বছর ফিফা প্রীতি ম্যাচে সেশেলসের বিপক্ষে বাংলাদেশ দলে খেলা এলিটা কিংসলে এরপর বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দেন ঢাকা আবাহনীতে। তবে এই স্ট্রাইকার এবারের বিপিএলের প্রথম পর্বে কোনো ক্লাব পাননি। এখন ফিরতি পর্বে ব্রাদার্স তাকে দলে টেনেছে প্রিমিয়ারে টিকে থাকার জন্যই। দলটির অবস্থান নড়বড়ে হলেও তাদের ফুটবলার রাব্বী হোসেন রাহুল ডাক পেয়েছেন জাতীয় দলে।