Naya Diganta

অনূর্ধ্ব-২০ সাফ নিয়ে অনিশ্চয়তা

সেপ্টেম্বরে ভুটানে হবে অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফ। তা নিয়ে কোনো সংশয় নেই। তবে বিপত্তি বেধেছে অনূর্ধ্ব-২০ পুরুষ সাফ নিয়ে। এই আসর আগস্টে হওয়ার কথা ছিল নেপালে। তবে আগস্ট মাসে নেপালে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নেপাল কর্তৃপক্ষ এই আসর সেই মাসে করতে রাজি নয়। তারা এই আসর আরো আগে এনে জুনে করার প্রস্তাব দিয়েছে সাফ কর্তৃপক্ষকে। তবে জুনে খেলতে আপত্তি অন্য দেশগুলোর। কারণ তখন স্কুল-কলেজের পরীক্ষার সময়। তাই মালদ্বীপ, শ্রীলঙ্কা বা ভুটান তারা খেলতে রাজি নয় জুনে। ফলে নতুন করে আসর নিয়ে ভাবতে হচ্ছে সাফ কর্তৃপক্ষকে। সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল জানান, আমরা অন্য কোথাও অনূর্ধ্ব-২০ সাফ করা যায় কি না সে নিয়ে চিন্তাভাবনা করছি।