Naya Diganta
জানা-অজানা

জার্মান রৌপ্য

জানা-অজানা

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো বিভিন্ন ধরনের সংকর ধাতুর সাথে পরিচিত, তাই না? জার্মান রৌপ্য সম্পর্কেও হয়তো তোমরা জেনে থাকবে। এটি কী? একপ্রকার সংকর ধাতু।
জার্মান রৌপ্য কী দিয়ে তৈরি করা হয়? তামা, নিকেল ও দস্তা দিয়ে। জার্মান রৌপ্যের অপর নাম নিকেল রৌপ্য। এ সংকর ধাতু দিয়ে কী তৈরি করা হয়? বাসনপত্র ও অঙ্কন-যন্ত্রপাতি। এ ছাড়াও তৈরি করা হয় মুদ্রা, অলঙ্কার, চিরুনি ইত্যাদি। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো। জার্মান রৌপ্যের ইংরেজি এবৎসধহ ংরষাবৎ. রৌপ্য মানে যে রুপা তা তো তোমরা জানোই।
-ইমরুল হাসান