Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কি না? আত্মহত্যা করার কারণে ওই ব্যক্তি কি কাফের হয়ে যাবে? আর আত্মহত্যাকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে? কুরআন ও সুন্নাহ’র আলোক উত্তর দিলে খুবই উপকৃত হবো?

উত্তর : প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো। আশা করি আপনি তাতে আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আত্মহত্যা করার হুকুম : আত্মহত্যা নিঃসন্দেহে কবিরা গুনাহ এবং মূলত এটি একটি কুফরি গোনাহ যার শাস্তি অনন্তকাল জাহান্নাম। একজন মানুষ আত্মহত্যা করার কারণ কয়েকটি হতে পারে। প্রথমত ব্যক্তি যখন আত্মহত্যা করে তখন সে সাধারণত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েই এই জঘন্য পাপকাজে লিপ্ত হয়। কারণ কোনোরূপ আশা থাকলে কেউ আত্মহত্যা করেন না। যখন কেউ চিন্তা করে যে, আমার জীবনের উন্নতির, কল্যাণের বা ভালোর কোনো আশা আর নেই তখনই সে আত্মহত্যা করে। আর এ হলো মহান আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরি। কুরআনে আল্লøাহর রহমত থেকে নিরাশ হতে বারবার নিষেধ করা হয়েছে। তার জন্য দোয়া করাতে কোনো দোষ নেই। আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করলেও করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম মৃত্যু দান করুন। আমিন।
-ফতোয়া বিভাগ, আস-স্ন্নুাহ ট্রাস্ট