Naya Diganta

লেবানন থেকে ইসরাইলে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলা

হামাসের সাথে বন্দিবিনিময় চুক্তির দাবিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরাইলিদের বিক্ষোভ : ইন্টারনেট

ইসরাইলের সেনাবাহিনীর দাবি, লেবানন থেকে শনিবার গভীর রাতে ইসরাইলের অভ্যন্তরে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। ইসরাইলে আঘাত হানা বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ফাঁকা জায়গায় গিয়ে পড়েছে। এর ফলে হতাহতের কোনো ঘটেনা ঘটেনি বলেও দাবি ইসরাইলের।
এর আগে শনিবার রাতে লেবাননে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। লেবাননের বালবেক এলাকায় হিসবুল্লাহর অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে ইসরাইল ওই বিমান হামলা চালায়। এরপর থেকেই লেবানন থেকে ইসরাইলর উত্তরাঞ্চলে একের পর এক হামলা চালাতে থাকে হিজবুল্লাহর যোদ্ধারা। উল্লেখ্য, ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে প্রায়ই লেবানন থেকে ইসরাইলে হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা।