Naya Diganta

জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কেজরিওয়াল

পানির সমস্যায় ভুগছে ভারতের দিল্লি শহর। সমস্যা নিরসনে কারাগার থেকেই একটি নির্দেশনা জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত শুক্রবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে পাঠায় আদালত।
কেজরিওয়ালের আদমি পার্টি (আপ) জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে কারাগার থেকেই দায়িত্ব পালন করবেন কেজরিওয়াল। তাদের নেতৃত্বে কোনো রদবদল হবে না। কারাগার থেকে দিল্লির পানি বিভাগকে চিঠি দেন কেজরিওয়াল। ভুক্তভোগী এলাকাগুলোয় পানির সরবরাহ বাড়ানোর নির্দেশ দেন তিনি। দিল্লির পানিমন্ত্রী অতীশীর কাছে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা আসে শনিবার রাতে। ওই নির্দেশনায় দিল্লির পানিসঙ্কটে ভোগা এলাকাগুলোয় ট্যাংকারের ব্যবস্থা করতে বলেন কেজরিওয়াল।
দিল্লির তিহার জেলের এক সাবেক কর্মকর্তা জানান, একজন কয়েদি সপ্তাহে সর্বোচ্চ দু’টি বৈঠক করতে পারবেন। এতে মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের কাজ বেশ কঠিন হয়ে উঠতে পারে।