Naya Diganta

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ

সেনেগালে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। কয়েক মাস রাজনৈতিক অস্থিরতার পর গতকাল রোববার এই ভোট গ্রহণ করা হয়েছে। সেনেগালে ২৫ ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাকাই সল। গতকাল সেই নির্বাচনের ভোট গ্রহণ হলো। তারপর রাজনৈতিক বন্দীদের ক্ষমা ঘোষণা করা হবে। ইতোমধ্যে দুই নেতৃস্থানীয় বিরোধী নেতা গত সপ্তাহে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই নির্বাচন সেনেগালকে চতুর্থবারের মতো গণতান্ত্রিক ক্ষমতা দেবে। এই নির্বাচনে ১৯ জন প্রার্থী হয়েছেন। কিন্তু তাদের মধ্যে কোনো স্পষ্ট প্রার্থী নেই। এদের মধ্যে একজন নারীও আছেন। ইউরেশিয়া গোষ্ঠীর আফ্রিকা বিশ্লেষক টোচি এনি-কালু এপিকে বলেন, বহুদলীয় রাজনীতির প্রবর্তনের পর থেকে এটি সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। তবে ৫০ শতাংশ ভোট নিয়ে জেতার মতো কোনো প্রার্থী নেই। এর মানে নেতৃস্থানীয় প্রার্থীদের মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ হচ্ছে।