Naya Diganta

একাধিক মেসেজ পিন করা যাবে হোয়াটসঅ্যাপে

মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ একসঙ্গে তিনটি কথোপকথন বা মেসেজ পিন করার সুবিধা চালু করেছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট সম্প্রতি নতুন এ ফিচারের কথা ঘোষণা দিয়েছেন। আগে কোনো ব্যক্তি বা গ্রুপে কথা বলার সময় একটির বেশি মেসেজ পিন করার সুযোগ ছিল না।
নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট কিংবা ইমেজ পিন করে রাখতে পারবে। এর মধ্য দিয়ে বন্ধুদের গুরুত্বপূর্ণ তথ্য কিংবা নির্দেশনা দ্রুত পাওয়া সম্ভব হবে। কিংবা কোনো গ্রুপ ইভেন্টের আগে প্রয়োজনীয় তথ্য রেখে দেয়া যাবে। এর আগে হোয়াটসঅ্যাপ গত ডিসেম্বরে একটি ম্যাসেজ পিন করে রাখার সুবিধা চালু করেছিল।
ম্যাসেজ পিন করতে হলে প্রথমে নির্বাচিত ম্যাসেজের ওপর দীর্ঘক্ষণ প্রেস করে রাখতে হবে। সেখান থেকে ক্লিক করতে হবে পিন অপশনে। পিন করার সঙ্গে সঙ্গে কতক্ষণ পিন থাকবে, সেটাও নির্দিষ্ট করে নেয়া যাবে। ২৪ ঘণ্টা থেকে এক মাস পর্যন্ত সময়ের জন্য পিন করা যায়। নির্দিষ্ট সময় শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে।