Naya Diganta

জিনজিয়াঙে ইউঘুরদের ওপর নির্যাতনের বর্ণনা দিলেন মানবাধিকার কর্মী

জিনজিয়াঙে ইউঘুরদের ওপর নির্যাতনের বর্ণনা দিলেন মানবাধিকার কর্মী

জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম সাধারণ অধিবেশনে সামাজিক ও মানবাধিকার অ্যাক্টিভিস্ট শুনিচি ফুজিকি চীনাদের কারণে জিনজিয়াং প্রদেশে ইউঘুর সম্প্রদায় যে নির্মমতার শিকার হচ্ছে, তার বর্ণনা দিয়েছেন। তিনি তার বক্তব্যে জিনজিয়াংয়ে সঙ্ঘবদ্ধ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি ওই অঞ্চলে প্রবেশ করতে চীনাদের অস্বীকৃতি জ্ঞাপন, সঙ্ঘবদ্ধ বৈষম্য নিয়ে নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা না থাকা, নির্বিচারে আটক, বাধ্যতামূলক শ্রম ইত্যাদি বিষয় তুলে ধরেন।

তিনি তার বক্তব্যে ইউঘুরদের পরিচিতি ও সংস্কৃতির অনন্যতা মুছে ফেলার চীনা প্রয়াসের কথাও বলেন। তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কার্যত বন্দীশিবির হিসেবে কাজ করছে। এসব স্থাপনায় মগজ ধোলাইয়ের ব্যবস্থা রয়েছে, সাংস্কৃতিকভাবে একীভূত হওয়ার চেষ্টা চালানো হয়।

সূত্র : ডেভডিসকোর্স