Naya Diganta
প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্র সফরে

দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম

প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্র সফরে

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন।
আগামী ৩১ মার্চ প্রধান বিচারপতি দেশে ফিরবেন। এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যাভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সাথে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ হবে। বাংলাদেশের প্রধান বিচারপতির অবর্তমানে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৩১ মার্চ বাংলাদেশের ফিরে আসবেন।