Naya Diganta

কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন ভুটানের রাজা

ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচু।

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচু।

আগামী বৃহস্পতিবার (২৮ মার্চ) সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পারে মাধবরামের প্রকল্প এলাকায় যাবেন বলে জানা গেছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আরো ৮৬ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। প্রকল্পটি বাস্তবায়নে ২১১ একর জমির প্রয়োজন হবে।

তিনি বলেন, গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধি দল এলাকাটি পরিদর্শনে এসেছিলেন। ভুটান অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে খুবই আগ্রহী। এতে দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন মাইলফলক উন্মোচিত হবে।

ইউসুফ হারুন বলেন, আশা করছি চলতি বছর ভুটানের রাজার সাথে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি সই হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি