Naya Diganta

রমজানে নাইজেরিয়াকে ৪০টি কূপ ও সড়ক উপহার তুরস্কের

রমজানে নাইজেরিয়াকে ৪০টি কূপ ও সড়ক উপহার তুরস্কের

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় অন্তত ৪০টি পানির কূপ ও সড়ক নির্মাণ করে দিয়েছে তুরস্ক। এ বছর রমজানেই এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

শুক্রবার তুর্কি সংবাদ সংস্থাটি জানায়, পানির সঙ্কট রয়েছে, দেশটির এমন অঞ্চলগুলোতে পানি সরবরাহের লক্ষ্যে কূপগুলো তৈরি করা হয়েছে।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে নাইজেরিয়ায় সড়ক ও কূপগুলো নির্মাণ করা হলো। নির্মাণের পর উদ্বোধন উপলক্ষে আফ্রিকার দেশটিতে পৃথক দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইজেরিয়ায় নিযুক্ত তুর্কি ধর্মমন্ত্রণালয়ের প্রকল্প উপদেষ্টা হাসিন ওরতাজ ও এর প্রতিনিধি মোহাম্মদ ছাউস আনিস।

তারা জানান, তুর্কি জনগণের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। নাইজেরিয়ার জনগণের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে তুর্কিরা এই সহায়তা করেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি