Naya Diganta

রাঙ্গামাটিতে ১০ দিন বন্ধ রাখার পর গরু গোশত বিক্রি শুরু

রাঙ্গামাটিতে ১০ দিন বন্ধ রাখার পর আজ থেকে পুনরায় সরকার নির্ধারিত মূল্যে বাজরে গরুর গোশত বিক্রি শুরু হয়েছে। ক্রেতারা শহরের আটটি গোশতের দোকান থেকে গরুর গোশত ৭০০ টাকা ও ছাগল ৯০০ টাকা দরে কিনতে পারছেন।

জানা গেছে, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে এক সপ্তাহ আগে রাঙ্গামাটি জেলা প্রশাসন জেলায় গরুর গোশত খুচরা পর্যায়ে ৭০০ টাকা ও ছাগল ৯০০ টাকা বিক্রির নির্দেশনা দেয়। এ দাম ঠিক করে দেয়ার পর মঙ্গলবার (১২ মার্চ) থেকে জেলা শহরে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়ে সাধারণ ক্রোতারা। ১০ দিন বন্ধ রাখার পর সরকার নির্ধারিত মূল্যে শহরের বাজারগুলোতে আজ থেকে পুনরায় গরু ও ছাগলের গোশত ৭০০ টাকা ও ছাগল ৯০০ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। এছাড়া বাজরে ব্রয়লার মুরগি ২০০, সোনালী ৩৩০ ও দেশী মুরগি ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে।