Naya Diganta

অভিনব পথে ফিলিপিনো নারীদের চীনে পাচার

অভিনব পথে ফিলিপিনো নারীদের চীনে পাচার

অভিনব পথে ফিলিপিনো নারীদের চীনে পাচারের ঘটনা উদঘাটিত হওয়ার পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিয়ের আড়ালে চীনা নাগরিকদের সাথে ফিলিপিনো নারীদের পাচারের কয়েকটি ঘটনা দেখা গেছে।

এসব বিয়ে সাদা চোখে যথাযথ বলেই মনে হতে পারে। কিন্তু সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হলে এর সাথে দুর্নীতি এবং সঙ্ঘবদ্ধ অপরাধের চিত্র বের হয়ে আসে।

ফিলিপাইনের ব্যুরো কমিশনার নরম্রান তানসিঙকো চলতি মাসে এক ফিলিপিনো তরুণীর তুলনামূলক বয়স্ক এক চীনা নাগরিকের সাথে চীনের শেনঝেনে যাওয়ার সময় আটক করার কথা উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রতারণার আরেকটি উদাহরণ এটি।

ব্যুরো বিয়ের নথি, কণের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখে এর সাথে অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ পেয়েছে। তারা এখন এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে অর্থনৈতিক দুরাবস্থা, সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে এ ধরনের প্রতারণা সামাল দেয়া বেশ কঠিন বলে মনে হচ্ছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া