Naya Diganta

সকল উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া হয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সকল উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া হয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশে সকল উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষনকে অগ্রাধিকার দেয়া হয়। টেকসই কৃষি ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি তাই লক্ষণীয়। ডিজেল থেকে সোলার সেচ পাম্প শুধু কার্বন নি:সরণই কমাবে না, একই সাথে ভূগর্ভস্থ জল সম্পদ সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।

বুধবার (২০ মার্চ) প্রতিমন্ত্রী জার্মানীর বার্লিনে ‘বার্লিন এনার্জি ট্রানজিসন ডায়ালগ ২০২৪-জি ডায়ালগ হাব; এনার্জি-ওয়াটার-ফুড নেক্সাস: হিস্টোরিক সল্যুশন ফর ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাই পাওয়ারড বাই রিনিউয়্যাবলস’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০৩১ সালের মধ্যে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের ১৩ লাখ কৃষক সুবিধা পাবে। একইসাথে ডিজেল ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া কমে আসবে।

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন প্রশমিত করতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক যোগান ও অভিজ্ঞতার বিনিময় টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। জার্মানীসহ উন্নত দেশসমূহকে প্রযুক্তি হস্তান্তরে অগ্রণী ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ-২০২৪-এ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস