Naya Diganta

সেহরি ছাড়াই রোজা রাখছেন গাজাবাসী

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে- গাজা শহরের অবরুদ্ধ আল-শিফা হাসপাতালে রোগী ও চিকিৎসা কর্মীরা রমজানে সেহরি ছাড়াই রোজা রাখছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে- ইসরাইলি সেনাবাহিনীর অবরোধের কারণে হাসপাতালের লোকজনের পানি ও খাবারের ব্যাপক অভাব ছিল।

এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের রোগী, আহত এবং চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য সমস্ত আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, ইসরাইলি বাহিনী হাসপাতাল ও এর আশপাশে অভিযান চালাচ্ছে।

এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় প্রায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছেন যা প্রতি ৭৩ জন বাসিন্দার মধ্যে একজনকে প্রতিনিধিত্ব করে। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন চুরমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।
সূত্র : আল-জাজিরা