Naya Diganta

আল শিফা হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী

গাজার আল-শিফা হাসপাতাল থেকে সেনা প্রত্যাহার করা হলেও আশপাশের এলাকায় এখনো তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। সরেজমিন থেকে এই তথ্য জানিয়েছেন আল জাজিরার দুই প্রতিনিধি।

আল জাজিরার প্রতিনিধিদ্বয় জানিয়েছেন, দখলদার বাহিনী আল শিফা হাসপাতাল থেকে প্রায় দেড় শ’ ফিলিস্তিনিকে আটক করেছে। সেখানে হামাস ও জাতিসঙ্ঘের ইউএনআরডব্লিউএ-এর মধ্যে সমন্বয়কারী এবং গাজা সিটি ও উত্তর গাজায় গত দু’দিনের মধ্যে সফলভাবে ট্রাক সরবরাহকারী শীর্ষ নিরাপত্তা কমান্ডারসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিনিধিরা আরো জানিয়েছে, ওই শীর্ষ কমান্ডার নিহত হওয়ায় এই অঞ্চলের বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে। এই অঞ্চলগুলোতে সহায়তা প্রদানের জন্য ও এই ধরণের কাজের সমন্বয় চালিয়ে যাওয়ার জন্য অন্য লোকেদের সুরক্ষা এবং সুরক্ষার অনুভূতিও ভেঙে পড়েছে।

সূত্রটি বলছে, আল শিফার আশেপাশে বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে। আবাসিক ভবনে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে। আমরা আল-শিফা হাসপাতালের উত্তর গেটে দু’টি ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার কথা শুনেছি।

তারা আরো জানিয়েছে, আমরা আরো একটি আবাসিক ভবনের দক্ষিণ অংশ এবং এর পশ্চিমে একটি মসজিদে আক্রমণের কথাও শুনেছি।

সূত্র : আল জাজিরা