Naya Diganta

ফরিদপুরে বিনষ্ট করা হলো সেই গাঁজার বাগান

ফরিদপুর জেনারেল হাসপাতালের সেই গাঁজার বাগান বিনষ্ট করে গাঁজা গাছগুলো তুলে ফেলা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল পৌঁছে এসব গাছ তুলে সেগুলো অপসারণ করেন।

এর আগে ‘হাসপাতাল নয় যেনো গাঁজার বাগান’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর শুরু হয় তোলপাড়।

সরেজমিনে জেলার স্বাস্থ্য বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বিষয়টি দেখতে ঘটনাস্থলে ছুটে যান। জেলা সদরের প্রাণকেন্দ্রে এমন বাগান দেখে স্থানীয়রাও চরম বিস্ময় প্রকাশ করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, ‘গাজার পাতার সাথে সাদৃশ্য থাকলেও এগুলো আসলেই গাঁজার গাছ কি-না সেটি তারা নিশ্চিত নন। রাসায়নিক পরীক্ষার পর এটি নিশ্চিত হওয়া যাবে।’

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, ‘এ গাছগুলো কিভাবে হলো তা তিনি জানেন না। এগুলো গাঁজার গাছ কি-না তাও তিনি বলতে পারেন না। কারণ তিনি জীবনেও গাঁজার গাছ দেখেননি।’

তিনি আরো বলেন, ‘চার বছর আগে তিনি চাকরিতে যোগ দেন। আগেও এসব গাছ দেখে পরিষ্কার করিয়েছেন। এরপর আবার হয়েছে। তবে এবার রোজার কারণে লোক পাননি তাই পরিষ্কার করাতে দেরি হয়ে গেছে।’