Naya Diganta

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি ও মিসর যাবেন ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সৌদি আরব ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই তথ্য জানিয়েছে।

টাইমস অফ ইসরাইল জানিয়েছে, চলতি সপ্তাহেই দেশ দুটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি গাজায় বন্দীদের জন্য যুদ্ধবিরতি চুক্তি সুরক্ষিত করার প্রচেষ্টা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।

সূত্রটি আরো জানিয়েছে, ব্লিঙ্কেন বৃহস্পতিবার মিসর যাবেন। এর আগে বুধবার তিনি জেদ্দায় সৌদি নেতাদের সাথে বৈঠক করবেন।

গত ৭ অক্টোবর শুরু হয় চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ। এরপর একাধিকবার মধ্যপ্রাচ্য সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবারের সফর হবে তার ষষ্ঠ সফর।

সূত্র : টাইমস অফ ইসরাইল