Naya Diganta

বরগুনায় ১০ টাকায় রোজার বাজার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় রোজার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় তিন শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় হাজার টাকার দ্রব্য মাত্র ১০ টাকা প্রতীকী মূল্যে ক্রয় করতে পেরেছেন তারা।
আয়োজকরা এই বাজারের নাম দিয়েছেন ‘রোজাদারের রোজার বাজার’ যেখানে প্রতিটি পণ্যের দাম মাত্র ১ টাকা। সোমবার বেলা ১১টায় বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে দিনব্যাপী ১০ টাকার এ পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।
ভোজ্যতেল, চাল-ডাল, ছোলা, লবণ, ডিম, মাছসহ ১৫টি পণ্যের সমাহার ছিল সুপারশপে। নির্দিষ্ট শর্তে ১০ টাকার টোকেন নিয়ে দুস্থ ও অসহায় মানুষজন চাহিদা মতো যেকোনো ১০টি পণ্য বাছাই করে নিতে পারবেন।
রমজানে সারা দেশে ২০ হাজার পরিবারে বাজার পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো: জামাল উদ্দিন।