Naya Diganta

অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা

অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সোমবার (১৮ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী বা ইসরাইলি গণমাধ্যমে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে জর্ডানের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে একটি অজানা উৎস থেকে সন্দেহজনক বিমান চলাচলের খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রমজান মাসে তারা ‘শত্রুদের শক্ত ঘাঁটিগুলোতে’ এ ধরনের হামলা দ্বিগুণ করবে বলেও উল্লেখ করেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানোর দাবি করে ইসলামিক রেজিস্ট্যান্স। অবশ্য এই হামলা কখন সংঘটিত হয়েছে, তা কোনো মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। গাজা যুদ্ধের সময় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স।

সূত্র : আল জাজিরা