Naya Diganta

কিনমেনের কাছে নিষিদ্ধ এলাকায় ৪ চীনা নৌযানের প্রবেশ

কিনমেনের কাছে নিষিদ্ধ এলাকায় ৪ চীনা নৌযানের প্রবেশ

তাইওয়ানের উপকূল প্রশাসন (সিজিএ) কিনমেনের নিষিদ্ধ পানিসীমায় অনুপ্রবেশকারী চারটি চীনা উপকূলীয় রক্ষী বাহিনীর নৌযানকে তাড়িয়ে দিয়েছে। সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি এই প্রতিবেদন প্রকাশ করেছে।

চীনা নৌযানগুলোর উপস্থিতি টের পাওয়ামাত্র তাইওয়ানি টহল যান দ্রুত ছুটে আসে। তাইওয়ানি কর্তৃপক্ষ চীনা যানগুলো চলে না যাওয়া পর্যন্ত পুরো বিষয়টির ওপর নজর রাখে।

ফোকাস তাইওয়ানের তথ্যানুযায়ী, চায়না কোস্ট গার্ড দাবি করেছে যে তারা আইনগত সীমার মধ্যেই তাদের টহল পরিচালিত হয়েছে।

সিজিএ জানায়, চীনা যানগুলো কিনমেন আইল্যান্ডের দক্ষিণে ৩ থেকে ৩.২ নটিক্যাল মাইল ভেতরে প্রবেশ করেছিল।

আল জাজিরার খবরে বরা হয়, কিনমেন আইল্যান্ডের কাছে একটি মাছধরা নৌকা উল্টে নিখোঁজ হওয়া দুই জেলেকে উদ্ধারের জন্য তাইওয়ান ও চীন যৌথ অভিযান শুরু করেছে।

নৌকাটিতে মোট ছয়জন ছিল। এটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দংদি আইসলের কাছে ডুবে গিয়েছিল।

আল জাজিরার খবর অনুযায়ী, ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর বাকি দুজনকে উদ্ধার করা হয়েছে।

কিনমেন দ্বীপটি চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের মাত্র ৫ কিলোমিটারের মধ্যে হওয়ায় এলাকাটি খুবই স্পর্শকাতর।

সূত্র : এএনআই