Naya Diganta

হংকংয়ের ওপর চীনা মুষ্টি আরেকটু কঠোর হলো

হংকংয়ের ওপর চীনা মুষ্টি আরেকটু কঠোর হলো

হংকংয়ের পাঁচ লাখ মানুষ ২১ বছর আগে অনুচ্ছেদ ২৩-এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। কিন্তু শেষ পর্যন্ত চীনই জয়ী হলো। কঠোর নিরাপত্তা আইন পাস হয়ে গেছে। এই আইনের ফলে গুপ্তচরবৃত্তি, বিশ্বাসঘাতকতা, বিদেশী রাজনৈতিক হস্তক্ষেপ ইত্যাদিতে জড়িত থাকলে যাবজ্জীবনের জন্য কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

এই আইনের ফলে আমূল বদলে যেতে পারে হংকংয়ের মুক্ত সমাজ। হিউম্যান রাইটস ওয়াচের মতে, 'এই আইন হলো হংকংকে মুক্ত সমাজ থেকে ভীতিকর সমাজে পরিণত করা।'

চীন এই কাজটি করার জন্য ১৯৯৭ থেকেই চেষ্টা করছিল। অবশেষে তারা তা সম্পন্ন করতে পেরেছে।

হংকংয়ের ৭.৪ মিলিয়ন নাগরিক কিছু আত্ম-নিয়ন্ত্রণাধিকার এবং রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন করছিল। কিন্তু তাদের সেই লড়াই সফল হয়নি।

উল্লেখ্য, ব্রিটিশদের কাছ থেকে হংকংকে চীন নিয়েছিল যে শর্তে তা এককথায় প্রকাশ করা হয়েছিল এভাবে : 'এক দেশ, দুই ব্যবস্থা।' সাবেক চীনা নেতা দেং জিয়াও পিং এই নীতি প্রণয়ন করেছিলেন। এর মাধ্যমে হংকংকে অনেকটাই তার নিজেদের হাতে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। ফলে ধারণা করা হচ্ছিল যে হংকংয়ের মানুষ কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা পাবে।

কিন্তু তাদের সেই স্বপ্ন হারিয়ে গেল।
সূত্র : ভক্স নিউজ