Naya Diganta
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

উ জ বে কি স্তা নে র রূ প ক থা

(গত দিনের পর)

জাল ঝাঁকি দিচ্ছে প্রচণ্ড বেগে। যেন ছিঁড়ে বেরিয়ে যেতে চায় মাছটি। বৃদ্ধ জেলে অবশেষে টেনে টেনে জাল নৌকায় তোলে।
জালে যে মাছটিকে উঠে এসেছে, সেটি দেখে তারা ভীষণ অবাক হয়। বড়সড় সুন্দর একটি মাছ। মাছটি লম্বায় বৃদ্ধের তরুণ ছেলেটির মতো। মাছের গায়ের রঙ উজ্জ্বল সোনা রঙের। বিকেলের সূর্যের কোমল আলো মাছটির গায়ে পড়ে ঝিলিক দিয়ে উঠছে। চোখ ঠিকরে যায় ঝলকে। উত্তাল সাগরে তাদের ভাঙা নৌকাটি সোনা মাছের আলোয় ঝলসে ওঠে।
এমন সুন্দর সোনা রঙের মাছ পেয়ে পিতাপুত্র ভীষণ খুশি। কিন্তু কিছুক্ষণ পর তরুণ ছেলেটির মন বিষাদে ছেয়ে যায়। কেন এমন হলো? মাছটি কি আসলেই কোনো মাছ? নাকি অন্য কিছু?
(চলবে)