Naya Diganta

বগুড়ায় টিসিবির চাল উদ্ধারের ঘটনায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় করা মামলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা উজ্জ্বলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি উজ্জ্বল উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে।

পুলিশ ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজাবের উজ্জ্বলের দোকানের পেছনের একটি গুদাম ঘরে সরকারি বস্তায় বেশ কিছু চাল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদফতরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা টিসিবির চাল উদ্ধার করেন। এ ঘটনায় ওই দিন বিকেলেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস থানায় একটি মামলা করেন। সেই মামলায় শুক্রবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেফতার উজ্জ্বলকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।