Naya Diganta

চলমান যুদ্ধে ইসরাইলের পক্ষপাতিত্বের কারণে নিউইয়র্ক টাইমসের অফিস ঘেরাও

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয়। গাজায় চলমান সঙ্ঘাত নিয়েও একপেশে সংবাদ পরিবেশন করে আসছে ব্রিটিশ ও মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম। একই অভিযোগে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ম্যানহাটনে গণমটির সদর দফতরের সামনে জড়ো হন কয়েক শ’ বিক্ষোভকারী। এ সময় সাংবাদিকতা পরিপন্থী আচরণ, পক্ষপাতিত্বমূলক নিউজ কভারেজের জন্য নিন্দা জানায়।

নিউইয়র্ক টাইমস গাজার উপর চলমান যুদ্ধে ইসরাইলি বর্ণনার প্রতি বড় পক্ষপাতিত্বের জন্য তদন্তের আওতায় এসেছে।

দ্য ইন্টারসেপ্টের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যে দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমসের গাজায় ইসরাইলের যুদ্ধের কভারেজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধারাবাহিক পক্ষপাতিত্ব করে যাচ্ছে। তারা শিশু ও সাংবাদিক উভয়ের উপর ইসরাইলের অবরোধ ও বোমা হামলার দিকে খুব কম মনোযোগ দিয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর