Naya Diganta

লাতিন আমেরিকার বৃহত্তম মহাকাশ মেলায় ইসরাইলকে অংশ নিতে বাধা দিলো চিলি

চিলি জানিয়েছে, সান্তিয়াগোতে অনুষ্ঠিতব্য লাতিন আমেরিকার বৃহত্তম মহাকাশ মেলায় ইসরাইলি সংস্থাগুলোকে বাদ দেবে চিলি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিলি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ৯ থেকে ১৪ এপ্রিলে আন্তর্জাতিক বিমান ও মহাকাশ মেলার এফআইডিএই-২০২৪ অনুষ্ঠিত হবে। সেখানে ইসরাইলি কোম্পানিগুলোকে অংশগ্রহণের সুযোগ রাখা হবে না।’

ওই বিবৃতিতে নিষেধাজ্ঞার কারণ উল্লেখ করা হয়নি। তবে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক চলমান গাজা যুদ্ধে ইসরাইলের কঠোর সমালোচনা করেন। এরই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল