Naya Diganta
নকুল শর্ম্মা

শেষ বিকেলের গল্প

নকুল শর্ম্মা

বিবর্তনে হারিয়ে যায় যৌবনের ডায়েরি
হাসি-কান্নার গল্পগুলো হারায় অবিনাশিতার স্বপ্ন,
বিরক্তিতে অতিষ্ঠ শেষ বিকেলের গল্প।
ধূসর স্মৃতির ঝড়ে বিধ্বস্ত সময়-
চোখের ভাষার নিথর দৃষ্টিতে পাতা ঝরার কান্না,
বুকের পাঁজরে রক্ত স্রোতের বিকলাঙ্গতা।

উন্মত্ত দুর্বার নদীর বিকল্প গতিপথ
নিয়মের পাশাখেলায় হেরে যায় ভালোবাসা,
বিদ্রƒপের বিলাপে তচনচ স্বপ্নতরীর আসন।
গোধূলির আলোয় অন্ধকারের পূর্বাভাস
হতাশার মেঘে ডুবে যায় দূরের আকাশ,
শেষ বিকেলের গল্পগুলো হারিয়ে যায় কান্নার বৃষ্টি হয়ে।