Naya Diganta

বই পড়লে মন ও মনন সমৃদ্ধ হয় : বিচারপতি আবদুর রউফ

বই পড়লে মন ও মনন সমৃদ্ধ হয় : বিচারপতি আবদুর রউফ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন, বই পড়লে মন ও মনন সমৃদ্ধ হয়। ভাষা আন্দোলনের এ মাসে একুশে বইমেলাকে কেন্দ্র করে প্রতিবছর অনেক বই প্রকাশিত হয়। বাংলাদেশ কালচারাল একাডেমির সদস্যদের মধ্যে অনেক প্রাজ্ঞ কবি, কথাসাহিত্যিক ও লেখক আছেন। তাদের লেখা বইগুলো জাতি গঠনে ভূমিকা রাখবে আমি আশা করি।

সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে কবি নাসির হেলাল ও কবি শহীদ সিরাজীর লেখা চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান। বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারীর সঞ্চালয়নায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত।

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত গ্রন্থের লেখক কবি নাসির হেলাল ও কবি শহীদ সিরাজী তাদের অনুভূতি ব্যক্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা গ্রন্থগুলো হলো- আমাদের কবি আল মাহমদ (জীবনী) ও ষাট পেড়িয়ে (সম্পাদিত জীবনী গ্রন্থ- নাসির হেলাল), আলোর পথ পেল যারা (আল হাদীসের আলোকে কিশোর গল্পগ্রন্থ) ও হৃদয় যখন টুইন টাওয়ার (কাব্যগ্রন্থ- কবি শহীদ সিরাজী)।