Naya Diganta

গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস বিষয়ে বাক্কোর কর্মশালা

সরকারি কাজের আউটসোর্সিং প্রক্রিয়া সম্পর্কে সদস্যদের অবহিতকরণ ও সরকারি প্রতিষ্ঠানগুলো কর্তৃক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা ক্রয়ের বেলায় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাক্কো সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি নিশ্চিত করতে গত ১০-১১ ফেব্রুয়ারি রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী ‘গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-বাক্কো।
সদস্যদের স্বার্থে ও তাদের বিপুল আগ্রহে বাক্কোর উদ্যোগে গত ছয় বছর ধরে প্রতি বছরই নিয়মিতভাবে এ কর্মশালার আয়োজন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সপ্তমবারের মতো আয়োজিত এবারের কর্মশালায় অংশগ্রহণ করেন ৪৪টি বাক্কো সদস্য প্রতিষ্ঠান থেকে আগত মোট ৪৮ জন প্রতিনিধি।
কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উপপরিচালক (পরিকল্পনা) ও শেখ কামাল আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম।